আগরতলা, ৩০ আগস্ট: বেপরোয়া গতির বলি হতে অল্পেতে বেঁচেছেন বাঁশ বোঝাই গাড়ির চালক, সহচালক ও শ্রমিকরা । বোলেরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে বাঁশ বোঝাই গাড়ি উল্টে গেছে। তবে, তাঁরা অক্ষত রয়েছেন। বোলেরো গাড়ি পালিয়ে গেছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে বাগমা বাজার গ্রামীণ ব্যাংক সংলগ্ন জাতীয় সড়কে বাঁশ বোঝাই গাড়ির সাথে বোলোরো গাড়ির সংঘর্ষ হয়েছে। তাতে, নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে বাঁশ বোঝাই গাড়িটি উল্টে গেছে। বিকট শব্দ শুনতে পেয়ে সাথে সাথে স্থানীয় মানুষ ঘটনাস্থলে ছুটে গেছেন। তাঁরা পুলিশে খবর দিয়েছেন। ওই দুর্ঘটনায় হতাহতের খবর নেই।
বাঁশ বোঝাই গাড়ির চালক গোপাল দত্ত জানিয়েছেন, বোলেরো গাড়ির চালকের অসাবধানতার কারণে দূর্ঘটনাটি ঘটেছে। অল্পেতে তাঁরা প্রাণে বেঁচেছেন।