ত্রিপুরায় বন্যায় ক্ষয়-ক্ষতি দেখতে সিপাহীজলা ও খোয়াইয়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় দল

 
আগরতলা, ৩০ আগস্ট : ত্রিপুরায় বন্যার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব বি.সি যোশীর নেতৃত্বাধীন রাজ্যে সফরকারী কেন্দ্রীয় আন্ত:মন্ত্রণালয়ের আধিকারিকরা আজ সিপাহীজলা জেলার সোনামুড়া ও বিশালগড় মহকুমা এবং খোয়াই জেলার বেশকিছু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মোহনভোগ ব্লকের কামরাঙ্গাতলী এলাকার  বন্যায় ভেঙে পড়া একটি  স্টিল ফুট ব্রিজ পরিদর্শন করে তাঁরা বন্যায় দুর্গত মেলাঘর চর, তেলকাজলা, ঘ্রানতলী  প্রভৃতি এলাকা। সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ত্রাণ শিবিরে গিয়ে  সেখানে আশ্রিত লোকেদের  সঙ্গে কথা বলেন ও তাঁদের কাছ থেকে বন্যায় তাঁদের ক্ষয়-ক্ষতি ও অসুবিধের কথাও শোনেন।


কেন্দ্রীয় আধিকারিকদেড় দল বেজিমারা এলাকায় মৎসচাষী ও কৃষকদের জমি ও ক্ষয়ক্ষতির নিদর্শনও দেখেন ও স্থানীয় মানুষদের সাথে কথা বলেন। প্রতিনিধি দলটির সঙ্গে ছিলেন রাজ্য রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব তমাল মজুমদার, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে,সোনামুড়ার মহকুমা শাসক অরুপ দেব, অতিরিক্ত মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকেরা।


আন্ত:-মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিনিধি দল এদিন খোয়াই জেলা জুড়ে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতেও যান। খোয়াই ব্লক এলাকার পশ্চিম সোনাতলা গ্রামের জামিরা গ্রামে গিয়ে তাঁরা কৃষকদের ও কৃষি জমির ক্ষয়ক্ষতি এবং সাধারণ মানুষের বাড়ি ঘরের ক্ষয়ক্ষতিসহ খোয়াই নদীর আশপাশ অঞ্চল গুলো ঘুরে দেখেন। পরে এই প্রতিনিধি দলটি চেবরী গ্রাম পঞ্চায়েতের দুটি পুকুর পরিদর্শন করেন এবং পুকুরের মালিকদের সঙ্গে কথা বলেন ক্ষয়ক্ষতির বিষয়গুলো নিয়ে। তাঁরা কল্যাণপুর ব্লক এলাকার কমলনগর গ্রাম পঞ্চায়েতের ক্ষতিগ্রস্ত কৃষি জমিগুলো পরিদর্শন করেন। এরপর দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের রতিয়া, কল্যাণপুরের চা বাগান এবং ঘিলাতলী বাজারের ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজটি পরিদর্শন করেন। সেখান থেকে এই প্রতিনিধি দলটি চলে যান মুঙ্গিয়াকামী ব্লক এলাকায়। সেখানে জাতীয় সড়কের ভগ্নদশা গুলো পরিদর্শন করার পাশাপাশি তারা ৪১ মাইল এবং ৪৭ মাইল এলাকাগুলো পরিদর্শন করেন। আন্তঃ মন্ত্রণালয়ের এই কেন্দ্রীয় দলে ছিলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের উপ-অধিকর্তা মহেশ কুমার ও অন্য আধিকারিকরা। এছাড়াও এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, অতিরিক্ত জেলাশাসক, খোয়াই ও তেলিয়ামুড়ার মহকুমা ম্যাজিস্ট্রেট, কৃষি দপ্তর, মৎস্য দপ্তর, প্রাণিসম্পদ দপ্তর, ডি ডব্লিউ এস দপ্তর, বিদ্যুৎ দপ্তর সহ অন্যান্য দপ্তরের জেলা স্তরের আধিকারিকরা ।