বাঁকুড়া, ৩০ আগস্ট (হি. স.) : ৩০ আগস্ট সন্দেহের বসে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামীর। শুক্রবার বাঁকুড়া জেলা আদালতের বিচারক এই যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন। এছাড়া পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ৬ মাস জেলের নির্দেশ দেওয়া হয়। আদালতের এই রায়ে নিহত বধূ ছায়া বাউরির দাদা কার্তিক বাউরী জানান তার বোনকে যে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে তাতে ফাঁসি কামনা করেছিলেন তিনি। তবে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এতেও তারা খুশি।বাঁকুড়া আদালতের সরকারী আইনজীবী অরুণ কূমার চ্যটার্জ্জি জানান গত ২৪ সেপ্টেম্বর ২০২১ শালতোড়া থানার বড়শাল গ্রামের বাসিন্দা জপহরী বাউরী তার স্ত্রী ছায়া বাউরীকে কুড়ুল দিয়ে খুন করে। মেজিয়ার কালিদাসপুরের বাসিন্দা ছায়া বাউরির সঙ্গে প্রায় ১৩ বছর আগে বিয়ে হয় জপহরীর।সে প্রায়ই সন্দেহ করে স্ত্রীর ওপর অত্যাচার করত। জপহরীর এবং ছায়ার দুই মেয়ে ও এক ছেলে হয়। ঘটনার দিন কাঠ কাটতে যাওয়ার নাম করে বউ ছায়াকে নিয়ে স্থানীয় সাধুডাঙ্গা জঙ্গলে যায়।সেখানে জপহরী তার স্ত্রীকে কুড়ুল দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্ত্রীয়ের মতো ছেলেমেয়েদেরও কাটবে বলে সেই রক্ত মাখা কুড়ুল নিয়ে বাড়ির দিকে এগোতে থাকে। গ্রামের লোকেরা তাকে ঘরে ঢুকিয়ে শেকল দিয়ে আটকে দেয়। ছায়ার বাপের বাড়ি কালিদাসপুরে এবং শালতোড়া থানায় খবর দেয়।পুলিশ এসে সেই দেহ উদ্ধার করে।অন্যদিকে মৃত ছায়া বাউরির দাদা কার্তিক বাউড়ি বাঁকুড়া শালতোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ জপহরিকে গ্রেফতার করে এবং কুড়ুল উদ্ধার করে তদন্ত শুরু করে। জপহরির জবানবন্দীও নেওয়া হয় ।শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে বিচারক জপহরিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায় আরও ৬ মাস জেলের নির্দেশ দেন।
2024-08-30

