কলকাতা, ৩০ আগস্ট (হি.স.): পাভেল নেদভেদ। চেক প্রজাতন্ত্রের অন্যতম সেরা ফুটবলার ২০০০ সাল থেকে ১৯ বছরের পেশাদার কেরিয়ারে জুভেন্টাস, লাৎসিওর হয়ে ৫০১ ম্যাচে ১০১ গোল করেছেন। এই ফরওয়ার্ড দেশের হয়ে ৯১ ম্যাচে করেছেন ১৮ গোল। ২০০৩–এ ব্যালন ডি’অর জিতেছেন। তিনটি ইউরো চ্যাম্পিয়নশিপ, একবার বিশ্বকাপ খেলা নেদভেদের শুক্রবার ৫২ তম জন্মদিন।
2024-08-30

