নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩০ আগস্ট: বৃহস্পতিবার রাতে কমলপুর যুব মোর্চার মন্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্য্যের বাড়িতে গিয়ে প্রাননাশের হুমকি দেয় দুষ্কৃতীকারীরা। যার ফলে কমলপুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শুক্রবার ঘটনার তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য কমলপুর থানায় এসডিপিও আয়ুস শ্রীবাস্তবের নিকট ডেপুটেশন প্রদান করেন কমলপুর যুব মোর্চার মন্ডলের এক প্রতিনিধি দল। ডেপুটেশনকালে উপস্থিত ছিলেন কমলপুর যুব মোর্চার মন্ডল সহ সভাপতি জয়দ্বীপ মজুমদার, যুব মোর্চার মন্ডল সাধারন সম্পাদক দীপঙ্কর সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা।
কমলপুর যুব মোর্চার মন্ডল সহ সভাপতি জয়দ্বীপ মজুমদার ডেপুটেশন প্রদান করার পর জানান, গতকাল রাতে সজল গোপ দলবল নিয়ে কমলপুর যুব মোর্চার মন্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্য্যের বাড়িতে গিয়ে মৃন্ময় ভট্টাচার্য্যকে বাড়িতে না পেয়ে তার বয়স্ক মা বাবা কে বলে কাল সকালের মধ্যে মৃন্ময়ের প্রান নাশ করা হবে বলে হুমকি দেয়। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

