ক্রীড়া প্রতিনিধি আগরতলা। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ বালকদের বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বুধবার পশ্চিম জেলার দল গঠন করা হয়েছে। আগরতলা অভয়নগরে আয়োজিত জেলা ভিত্তিক শিবির থেকে গঠন করা হয়েছে ১০ সদস্যের পশ্চিম জেলা দল। গঠিত পশ্চিম জেলার বাস্কেটবল খেলোয়াররা হলেন রাহুল দাস, রাজা বনিক, অঙ্কিত দাস, কৃষ্ণেন্দু বনিক, সৌম্যদীপ দেব, দেবার্পন চক্রবর্তী, জিৎ দেবনাথ, অভিনব আচার্য, উদয় দাস ও সায়ন চৌহান। স্ট্যান্ড ভাই হিসেবে রাখা হয়েছে দেবার্ঘ সাহা ও আকাশ ধোপা।
2024-08-28