আগরতলা, ২৮ আগস্ট: ৭-রামনগর মন্ডল অন্তর্গত ৩৫-নং ওয়ার্ডে বর্ডার গোলচক্কর বাজার সংলগ্ন দক্ষিণ রামনগর জে.বি.স্কুলে বন্যা কবলিত আশ্রিতদের জন্য এক স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। পাশাপাশি ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৫-নং কর্পোরেটের তুষার কান্তি ভট্টাচার্য্য ও মন্ডল সভাপতি-সহসভাপতি ও যুব মোর্চা সভাপতি ও বুথ সভানেত্রী ও কার্যকর্তাগন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, বন্যার পর জনগণের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তাই রাজ্য সরকারের তরফ থেকে আগাম সর্তক অবলম্বন করা হয়েছে। প্রতিদিন রাজ্যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে। আজ ৭-রামনগর মন্ডল অন্তর্গত ৩৫-নং ওয়ার্ডে বর্ডার গোলচক্কর বাজার সংলগ্ন দক্ষিণ রামনগর জে.বি.স্কুলে বন্যা কবলিত আশ্রিতদের জন্য এক স্বাস্থ্য শিবির আয়োজন করা হয় ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। সাথে জে.বি.স্কুলের ছাত্রছাত্রীদেরও এই শিবিরে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়েছে।