নন্দীগ্রামে বিজেপি কার্যকর্তাদের নিয়ে পদযাত্রায় শুভেন্দু

কলকাতা, ২৮ আগস্ট (হি.স.): বিজেপি-র ডাকা রাজ্যব্যাপী বনধের সমর্থনে নন্দীগ্রামে বিজেপি কার্যকর্তাদের পাশাপাশি হাঁটলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার তিনি প্রাসঙ্গিক ভিডিয়ো-সহ এক্সবার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান চলাকালে শান্তিপূর্ণভাবে মিছিল করা আন্দোলনকারীদের ওপর গ্যাস ও জলকামান চালানো হয়েছে। আর জি কর তদন্তকে লাইনচ্যুত করার এবং জঘন্য অপরাধের অপরাধীদের রক্ষা এবং লাগাতার লাঠি এবং নৃশংস বলপ্রয়োগ, কাঁদানে গ্যাসের ব্যবহার করার জন্য রাজ্যের পৃষ্ঠপোষকতার চেষ্টার বিরুদ্ধে বিজেপি-র এই প্রতিবাদ।”