চিকিৎসকদের সরাসরি হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী, মমতাকে নিশানা বিজেপি সাংসদ সুধাংশুর

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.): আর জি কর-কাণ্ডের প্রতিবাদে টানা প্রতিবাদ চলছে জুনিয়র ডাক্তারদের। নিজেদের দাবিতে তাঁরা অনড়। এই পরিস্থিতিতে বুধবার তাঁদের উদ্দেশে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আমি চাই না যে এফআইআর হোক এবং তাদের (ডাক্তারদের) কেরিয়ার ধ্বংস হয়ে যাক এবং তারা পাসপোর্ট এবং ভিসা পেতে সমস্যায় পড়ুক। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, “…তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করার পরে, অভিযুক্তদের বাঁচানোর চেষ্টার পরে এবং প্রমাণ নষ্ট করার পরে, এখন ডাক্তারদের হুমকি দেওয়ার একটি নতুন কৌশল দেখা যাচ্ছে৷ বিজেপি স্পষ্টভাবে বলতে চায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা সরাসরি হুমকি দিয়েছেন চিকিৎসকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *