আহমেদাবাদ, ২৮ আগস্ট (হি.স.): বিগত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে গুজরাটের বিভিন্ন জেলায়। সেই বৃষ্টি থামেনি বুধবারও। একনাগাড়ে বৃষ্টিতে গুজরাটের ভদোদরা, মোরবি, আহমেদাবাদের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। জানা গেছে, গুজরাটে দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধারকাজের জন্য সেনা পাঠিয়েছে কেন্দ্র। দ্বারকা, আনন্দ, ভদোদরা, খেড়া, মোরবি ও রাজকোট–এর বৃষ্টি বিপর্যস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজের জন্য সেনা নিযুক্ত করা হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও বিপর্যয় মোকাবিলা দল এই রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণ কাজ চালাচ্ছে।
উল্লেখ্য, গুজরাটে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কথা বলেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে। প্রধানমন্ত্রী মোদী সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানা গেছে।