আগরতলা, ২৮ আগস্ট: আজ আগরতলার মুক্তধারা অডিটরিয়ামে রাজ্য বিজেপির সদস্য পদ অভিযান নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য্য বলেন, এবছর পয়লা সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বিজেপির সদস্য পদ অভিযান শুরু হতে যাচ্ছে।
এদিন তিনি আরও বলেন, দেশের সব দল হিসেবে ভারতীয় জনতা পার্টি খ্যাতি অর্জন করেছে। এরই অঙ্গ হিসেবে পয়লা সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে বিজেপির সদস্য পদ অভিযান শুরু হবে। ত্রিপুরায়ও একটি লক্ষ্য দিয়েছেন। এর আগেও ত্রিপুরায় ৬ লক্ষ ৫০ হাজার সদস্য পদে নিয়োগ করা হয়েছে।