বাংলাদেশ নিয়ে ফের তোপ তথাগতর

কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): বাংলাদেশ নিয়ে ফের তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার তিনি এক্স-বার্তায় লিখেছেন, “আজকের বাংলাদেশের শাসকশ্রেণীর আব্বু পাকি জেনারেল নিয়াজির কথা বেশি করে মনে পড়ছে। বলেছিল, বাংলাদেশের মেয়েদের পেটে পাকিস্তানের বীজ ঢুকিয়ে দাও। সেই বীজ আজ জামাত নামক গাছে পরিণত।

বাংলাদেশীদের সম্বন্ধে নিয়াজি আরো বলেছিল, “It is a low lying land, full of low, lying people”। “এটি একটি নিচু জমি, নিচুস্তরের মিথ্যাবাদী লোকে পরিপূর্ণ”।

প্রতিক্রিয়ায় অরিজিৎ দাস নামে একজন এক্স-বার্তায় লিখেছেন, “এটা ভুলে গেলে চলবে কেন যে ওরা আদতে ইস্ট পাকিস্তান। ওদের জন্ম কর্ম সবই পাকিস্তানি, মাঝখানে কিছুদিনের জন্যে ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়াঝাঁটি মারামারি করে বাংলাদেশ হয়েছিলো, এখন আবার পাকিস্তান হয়ে গেছে। মাঝখান থেকে লাখ লাখ হিন্দুকে মেরে শেষ করলো, ঘরছাড়া করে ভারতের refugee করলো। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *