ফারুখাবাদ, ২৭ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের ফারুখাবাদে গাছ থেকে উদ্ধার হল দুই তরুণীর ঝুলন্ত দেহ। মৃত তরুণীদের বয়স যথাক্রমে ১৮ ও ১৫। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ওই দুই তরুণী নিজেরাই আত্মঘাতী হয়েছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।ফারুখাবাদের পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী বলেছেন, মঙ্গলবার আমরা খবর পাই, কাইমগঞ্জের ভগৌতিপুর গ্রামে একটি গাছে দুই তরুণীর দেহ ঝুলছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জানা গিয়েছে, দু’জনে খুব ভালো বান্ধবী ছিল। একই ওড়নায় দু’জনে ঝুলছিল। ওই দুই তরুণী নিজেরাই আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা পরিষ্কার হবে। পুলিশ সুপার অলোক প্রিয়দর্শী আরও বলেছেন, আমরা একটি মোবাইল ফোন ও সিম পেয়েছি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। দুই তরুণীর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।মৃত এক তরুণীর বাবা পাপ্পু বলেছেন, “একটা মন্দিরে রাত সাড়ে ৯টা পর্যন্ত তাঁরা আমার সঙ্গে ছিল। আমরা সবাই ফিরে এসেছিলাম, কিন্তু তাঁরা ফের বাইরে যায়। আমি ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে যখন ঘুম ভাঙে, আমি তাঁদের খুঁজে পাইনি। সকালে দেখলাম দু’জনের দেহ ঝুলছে। আমার মনে হয়, মেয়ে দু’টিকে হত্যা করার পর কেউ ঝুলিয়ে দিয়েছে। কারও সঙ্গে আমার কোনও শত্রুতা নেই। এ ব্যাপারে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে আমার কাছে কোনও তথ্য নেই।”এই ঘটনায় উত্তর প্রদেশ কংগ্রেসের প্রধান অজয় রাই বলেছেন, “উত্তর প্রদেশ সরকার নিজেরাই নিজেদের প্রশংসা করছে, তবে তাঁদের সরকারের মধ্যে নৈরাজ্য রয়েছে। ধর্ষণ, খুন এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে। তাঁরা শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য বুলডোজার ব্যবহার করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁরা কোনও ব্যবস্থা নিচ্ছে না। শুধু নিজেদের লোককেই বাঁচাচ্ছে।”
2024-08-27