আগরতলা, ২৭ আগস্ট: বিভিন্ন ছিনতাই যাওয়া স্বর্ণালঙ্কার সহ দুইজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। সাথে একটি বাইক এবং একটি ঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ১৫ লক্ষাধিক টাকা হবে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।
পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জানিয়েছেন, বেশ কিছু দিন যাবৎ এডিনগর, রামনগর, রাধানগর সহ বিভিন্ন জায়গায় থেকে ছিনতাইয়ের অভিযোগ উঠে আসছিল।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। অবশেষে চোর চক্রকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ।চুরি যাওয়া ১৩টি স্বর্ণের চেইন সহ একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।সাথে দুইজনকে যুবককে আটক করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, তারা প্রাত:ভ্রমণে মহিলাদের বাইক নিয়ে গলার থেকে চেইন ছিনতাই করত। ধৃতরা হলেন, ভাটি অভয়নগরের বাসিন্দা সমীর মিয়া এবং মধ্য ভুবনবনের বাসিন্দা বাপন নন্দী। উদ্ধারকৃত জিনিসের বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।
এক মহিলা জানিয়েছেন, গত ৫ জুন ঔষধ আনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। বাজারে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। তার পেছন থেকে বাইকে করে একটি যুবক গলা থেকে সোনার চেইন জোরপূর্বক নিয়ে পালিয়ে যায়। সাথে সাথে ওই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেছিলেন। ততক্ষণে ঘটনাস্থল থেকে ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পরর্বতী সময়ে জিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে থানার থেকে ফোন করা হয়েছিল।