নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ওয়ানাডের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী মোদী ও কেরলের মুখ্যমন্ত্রী বিজয়নের মধ্যে। মঙ্গলবার সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা হন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।এরপর দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। কেরলের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। বৈঠকে ওয়ানাডের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়েছে। রাজ্য সরকার একটি অতিরিক্ত, বিশদ স্মারকলিপি জমা দিয়েছে যা কেন্দ্রের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল।
2024-08-27