কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): একগুচ্ছ হাস্যমুখ (স্মাইলি)-সহ নবান্ন-র নিরাপত্তার বলয় নিয়ে উপহাস করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
মঙ্গলবার তিনি এক্স-বার্তায় লিখেছেন, “দুর্গে পরিণত নবান্ন চত্বর…ঢালাই করে ছ’ফুট উঁচু ব্যারিকেড প্রস্তুত…কন্টেনার…গার্ডরেল…জলকামান…টিয়ার গ্যাস…রাফ…ড্রোন…আরো কত কি! যেন নিরস্ত্র ছাত্রসমাজ নয়, চীনা ফৌজ আক্রমণ করতে আসছে ! শুধু ভাবুন, মমতা কি পরিমাণ ভয় পেয়েছে জনরোষকে !”
প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের এক্স-বার্তাকে যুক্ত করে জনৈক এস কর্মকার লিখেছেন, “বেশিদিন হয়নি, দিল্লির কৃষক আন্দোলনের ছবি ! কি করেছিলেন আপনারা ..? মানুষ ভোলেনি, দিল্লিতে কৃষকদের উপর অত্যাচারের কথা ! এর জন্য পশ্চিম বাংলার মানুষ আপনাদের কথাবার্তা সিরিয়াসলি নেয় না !”