আগরতলা,২৭ আগস্ট : বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্বাস দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই খাবার এবং বস্ত্র সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ত্রাণ শিবিরে পাঠিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। ফলে আপ্লুত বন্যায় দুর্গতরা সাংসদ বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, গতকাল অমরপুরে বন্যাপীড়িত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। সেখানে বহু অসহায় মানুষ তাঁর কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। তাদের কথা দিয়েছিলেন যথাসাধ্য চেষ্টা করবেন। মঙ্গলবার সেই দুর্গত মানুষের কাছে কাপড়,খাদ্য,পানীয় জল পৌঁছে দিয়েছেন। এলাকার বিধায়ক আজ অসহায় মানুষদের হাতে সেই সাহায্য তুলে দিলেন। বিপ্লবের এই উদ্যোগো বন্যায় দূর্গতরা ধন্যবাদ জানিয়েছেন।