আগরতলা, ২৭ আগস্ট: আজ বন্যায় কবলিত রামনগর এলাকায় সিপিআইএম রামনগর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে জীবাণু ধ্বংস করার জন্য ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার হয়েছে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শে ঔষধ বিলি করে বাম কর্মীরা।এদিনের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, অন্যান্য বাম নেতৃত্বরা এবং রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইন্দ্রজিৎ পাল।
লএদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, ত্রিপুরা প্রাকৃতিক দূর্যোগের শিকার হয়েছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে রামনগর এলাকায় ব্লিচিং পাউডার দেওয়া হয় এবং পরিবারের সদস্যদের হাতে সাবান, ফিনাইল ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
এদিন তিনি আরও বলেন, বন্যা পরবর্তী সময়ে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এখন জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন রাজনীতি করার সময় নয়। রাজ্য সরকারের পাশে থাকার সময়।