আলিপুরদুয়ার, ২৭ আগস্ট (হি.স.): দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ড্রেনেজ সিস্টেম। এই পরিস্থিতিতে মঙ্গলবার জেলা হাসপাতালের সেই বেহাল ড্রেনেজ সিস্টেম ঘুরে দেখলেন জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। সঙ্গে ছিলেন জেডিএ-র চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা এবং পূর্ত দফতরের আধিকারিকরা। এছাড়াও ছিল হাসপাতাল কর্তৃপক্ষও। ঘুরে দেখার পর তাঁরা রিপোর্ট দেবেন হাসপাতালের রোগীকল্যাণ সমিতিকে। রিপোর্ট দেখার পর বেহাল ড্রেনেজ সিস্টেম উন্নত করার কাজ শুরু করা হবে।
2024-08-27