শপথ গ্রহণ অনুষ্ঠানে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত দুই মহিলা, বিধায়কের পদত্যাগের দাবিতে বিজেপি কর্মীদের পথ অবরোধ, চরম উত্তেজনা বক্সনগরে

আগরতলা, ২৭ আগস্ট: বক্সনগরে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পদে নিয়োগকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। শাসক দলের স্থানীয় বিধায়ক তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে পঞ্চায়েত সদস্যা ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। তাতে গুরুতর আহত হয়েছেন দুইজন মহিলা। সাথে সাথে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তারা ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। এরই প্রতিবাদে স্থানীয় বিধায়কের পদত্যাগের দাবিতে বক্সনগরের প্রধান পথ অবরোধ করেন শাসক দলের কর্মী সর্মথকরা। এদিকে, অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। চরম দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রী সহ পথচারীরা। এবিষয়ে বিধায়ক তোফাজ্জল হোসেন বলে, দল সিদ্ধান্ত অনুয়ায়ী পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নিয়োগ করা হবে। দলের সিদ্ধান্তের বাইরে কিছুই হবে না। 

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচিত সদস্যরা পঞ্চায়েত প্রধান এবং উপ-প্রধানদের নাম প্রস্তাব করেন।নির্বাচিত সদস্যদের কাছ থেকে যে ব্যক্তি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন তিনি সভাপতিত্ব করেন।মঙ্গলবার বক্সানগরের ভেলুয়ারচর পঞ্চায়েতে একই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।

ঘটনার বিবরণে শাসক দলের এক কর্মী জানিয়েছেন, আজ বক্সনগর আর ডি ব্লকের পঞ্চায়েতের মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। প্রাথমিকভাবে এালকার বাসিন্দা মীনতি সরকার দেবকে পঞ্চায়েতের প্রধান নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাদের বিধায়ক তোফাজ্জল হোসেন তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি নির্বাচনের পর অবশ্যই দায়িত্ব পাবেন।

তিনি আরও বলেন, কিন্তু শপথগ্রহণ অনুষ্ঠানের পরে মণি বর্মনের নাম এই পদের জন্য প্রস্তাব করা হয়েছিল এবং পরে বিধায়কও তা অনুমোদন করেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই বিবাদ শুরু হয়েছিল। তাদের অভিযোগ, স্থানীয় বিধায়ক তাদের প্রতারণা করেছেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় মিনতি দেব সরকার সহ মহিলা সংগঠনের অন্য একজন নেত্রী আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। 

এদিকে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।পুলিশ জানিয়েছে, আহত দুজনকে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসার পর ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।পরবর্তী সময়ে বিজেপি কর্মী সমর্থকরা স্থানীয় বিধায়কের পদত্যাগের দাবিতে বক্সনগর এলাকায় প্রধান সড়কে পথ অবরোধ করেন।এদিকে পুলিশ অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন। 

এবিষয়ে বিধায়ক তোফাজ্জল হোসেন জানিয়েছেন, দল যেই সিদ্ধান্ত নেবে তাকেই প্রধান ও উপপ্রধান নিয়োগ  করা হবে। দলের সিদ্ধান্তের বাইরে কিছুই হবে না। কিন্তু দলের সিদ্ধান্তের বিরোধীতা করেছেন স্থানীয় জনগণ। ওই ঘটনাকে ঘিরে শপথ গ্রহণ অনুষ্ঠানে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *