হাইলাকান্দিতে চাল ও আটা বরাদ্দ

হাইলাকান্দি (অসম) ২৭ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলায় সেপ্টেম্বর মাসের চাল বরাদ্দ করা হয়েছে। জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে অন্তোদয় অন্ন যোজনার কার্ডধারীদের জন্য ৩৫ কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের জন্য মাথাপিছু পাঁচ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে অন্ন সেবার দিনগুলিতে এই চাল বন্টন করতে রেশন দোকানিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জুলাই মাসের আঠা বরাদ্দ করা হয়েছে। প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি  ২ কেজি ২৫৫ গ্রাম করে  আঠা বন্টন করা হবে।