বন্যা দুর্গতদের জন্য সংসদের ফান্ড থেকে এক কোটি টাকা সহযোগিতার ঘোষণা সাংসদ বিপ্লব কুমার দেবের

আগরতলা, ২৬ আগস্ট: বন্যা দুর্গতদের জন্য সংসদের ফান্ড থেকে এক কোটি টাকা সহযোগিতার ঘোষণা দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। আজ তিনি অমরপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করি এবং আক্রান্তদের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা থেকে শুরু করে দলীয় নেতৃত্বরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এদিন তিনি আরও বলেন, এই উদ্ভুত পরিস্থিতিতে রাজ্য সরকারকে আর্থিক সাহায্য প্রদান এগিয়ে আসবেন। বন্যা দুর্গতদের জন্য সংসদের ফান্ড থেকে এক কোটি টাকা সহযোগিতার করা হবে। চার জেলার জন্য ২৫ লক্ষ টাকা তিনি প্রদান করবেন। জেলাশাসকদের কাছে এই অর্থ পৌঁছে দেওয়া হবে বলে সাংসদ শ্রী দেব জানিয়েছেন।