কালীমূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি রানিরবাজারে, মোতায়েন পুলিশ ও টিএসআর বাহিনী, বিএনএসএস ১৬৩ ধারা জারি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক

আগরতলা, ২৬ আগস্ট: কালী মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে রানিরবাজার থানাধীন কৈতরাবাড়ি এলাকায় গতকাল রবিবার রাতে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকে দুই গোষ্ঠীর মধ্যে সংর্ঘষ শুরু হয়েছিল। দুষ্কৃতীদের পাল্টা আক্রমণে সংখ্যালঘুদের একাধিক বাড়িঘর, দোকানপাটে ভাঙ্গচুর, লুটপাট সহ আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসন বিএনএসএস ১৬৩ ধারা (অধুনা ১৪৪ ধারা) জারি করেছে। প্রসাশনের তরফ থেকে আজ সোমবার বিকাল ৩টায় শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় রানিরবাজার থানাধীন অন্তর্গত কৈতরাবাড়ি এলাকায় স্থানীয়রা দীর্ঘ ৩৫ বছরের পুরনো মন্দিরে কালী মূর্তির মুখ বিকৃত অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই গোটা রানীরবাজার এলাকা জুড়ে উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংর্ঘষ শুরু হয়। পরবর্তী সময়ে দুষ্কৃতীরা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ। ওই আক্রমনে একাধিক বাড়িঘরে অগ্নি সংযোগ, লুটপাট, গাড়ি ভাঙচুর করা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী ছুটে গিয়েছে।

তাছাড়া, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি এলাকাবাসীদের সাথে কথাবার্তা বলেন এবং শান্তি সম্প্রীতি বজায় রাখতে অনুরোধ জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রসাশনের তরফ থেকে ২৬ আগস্ট রাত ১টা থেকে ২৮ আগস্ট রাত ১টা পর্যন্ত জিরানিয়া মহকুমায় বিএনএসএস ১৬৩ ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।