বাইক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত দুই

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৫ আগস্ট: বাইক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত দুই। ঘটনা গকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায়।  গকুলনগর রাস্তার মাথা থেকে মধুপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী অটো । অন্যদিকে মধুপুরের  দিক থেকে রাস্তারমাথার দিকে আসছিল  একটি গ্ল্যামার বাইক। গকুলনগর টিএসআর কোয়াটার সংলগ্ন এলাকায় আসতেই অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

অটো এবং বাইক চালক দুজনই গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা বিশালগড় দমকল বাহিনীদের খবর পাঠালে দমকল বাহিনীর কর্মীরা আহত দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত দুজনের চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা  হাসপাতালে। আহতরা হলেন বাইক চালক সুজিত সরকার এবং অটো চালক নুর ইসলাম। বিশালগড় থানার পুলিশ বাইক এবং অটো আটক করে বিশালগড় থানায় নিয়ে যায়।