আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসনের উদ্যোগকে ধন্যবাদ জানাল প্রদেশ বিজেপি। আজ সাংবাদিক একথা বলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী।
এদিন প্রদেশ বিজেপি -র সাধারণ সম্পাদক অমিত রক্ষিত বলেন, বৃষ্টিতে রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের। প্রাথমিকভাবে ১ লক্ষ ২৮ হাজার মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। ধ্বস পরে মৃত্যু হয়েছে ২৪ জনের এবং নিখোঁজ দুজন। প্রাথমিকভাবে প্রায় ৫,০০০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি মানুষকে উদ্ধারের জন্য প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রদেশ বিজেপি -র কার্যকর্তা ও কর্মী সমর্থকরা।