রবিবার সাতসকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই

কলকাতা, ২৫ আগস্ট (হি.স.): রবিবার সাতসকালে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে হাজির হয় সিবিআই। জানা যাচ্ছে, সকাল সাতটার কিছুটা আগেই তাঁরা সন্দীপ ঘোষের বাড়িতে যান। শেষমেশ প্রায় এক ঘণ্টারও বেশি সময় পরে তাঁর বাড়ির দরজা খোলা হয় বলে সূত্রের খবর।

জানা যাচ্ছে, প্রথমে তাঁর সাড়া না মেলায় সন্দীপের বাড়ির বাইরেই অপেক্ষা করতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। জানা গিয়েছে, রবিবার সকাল ৬.৪৫ মিনিট নাগাদ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেয় সিবিআই। প্রায় এক ঘণ্টারও বেশি সময় পর দরজা খোলা হয়। প্রসঙ্গত, তাঁকে একাধিকবার তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হয়েছে সিজিও কমপ্লেক্সে গিয়ে। এবার তাঁর বাড়ি এলেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। উল্লেখ্য, আদালতের নির্দেশে আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। এ ছাড়া, ওই হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে দিয়েছে আদালত। দু’টি মামলাতেই আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশকাচের তলায় রয়েছেন সন্দীপ।