নন্দীগ্রামে তাজপুর সমবায় সমিতিতে বিপুল জয় পেল বিজেপি

পূর্ব মেদিনীপুর, ২৫ আগস্ট (হি. স.) :  :   নন্দীগ্রামে তাজপুর সমবায় সমিতিতে বিপুল জয় পেল বিজেপি। দীর্ঘ টালবাহানার পরে রবিবার নন্দীগ্রামের তাজপুর সমবায় সমিতির নির্বাচন ছিল । এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৮ টি এবং বিজেপি ১৮ টি আসনে এবং সিপিআইএম ৭ টি আসনে প্রার্থী দিয়েছিল।নির্বাচনের ফলাফল ঘোষণার পরে দেখা যায় বিজেপি ১৮ আসন ১৫টি জয় লাভ করে বোর্ড দখল করে। আর তৃণমূল সমর্থিতরা পান ৩ টি আসন। এই জয়ের পরে আবির খেলায় মেতে ওঠে বিজেপি কর্মী সকর্থক থেকে নেতৃত্ব।