নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: পুকুর থেকে গৌতম দাস নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে বামুটিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেলো। যদিও এক্ষেত্রে মৃত্যুর কারণ মাদক সেবন বলে প্রাথমিক ধারণা। ঘটনা রবিবার দুপুরে এয়ারপোর্ট থানার অন্তর্গত তুফানিয়ালা লুঙ্গা পঞ্চায়েতের দাস পাড়ায়।
ঘটনার বিবরণে জানা যায়, তুফানীয়া লুঙ্গা পঞ্চায়েতের দাস পাড়ায় একটি পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশ। ঘটনাস্থলে আসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। জানা যায় মৃত ব্যক্তির নাম গৌতম দাস, পিতা মৃত মহানন্দ দাস। তার একটি ছেলে রয়েছে, কিন্তু স্ত্রী নেই।
এমতাবস্থায় অভিবাবকহীন হলো তার ছেলে। জানা যায় মৃত গৌতম দাস অধিক পরিমাণ মদ পান করতেন এবং এই মদ পান করেই বন্যার জলে ভর্তি পুকুরে ডুবে মৃত্যু হয় তার বলে ধারণা স্থানীয়দের।