বন্যায় দূর্গতদের পাশে দাঁড়ালেন বৃহন্নলারা

আগরতলা, ২৪ আগস্ট: বন্যায় ক্ষতিগ্রস্ত শরণার্থীদের পাশে দাঁড়িয়ে আবারও দৃষ্টান্ত রাখলেন তৃতীয় লিঙ্গের নাগরিকরা। আজ আগরতলার বিভিন্ন ত্রাণ শিবিরের ক্ষতিগ্রস্তদের হাতে সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী তুলে দিলেন তাঁরা। 

ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে সর্বহারা হয়ে বিভিন্ন অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন জনগণ। আজ আনারও ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়ে সমাজে নজির স্থাপন করলেন তৃতীয় লিঙ্গের নাগরিকরা। সমাজের অনেকেই যাদের তুচ্ছতাচ্ছিল্য করে। বাসে ট্রেনে তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, এবার তাঁরাই সাহায্যের হাত বাড়িয়ে দিল বন্যায় ক্ষতিগ্রস্থ নাগরিকদের দিকে। সমাজের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকেরা তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

তৃতীয় লিঙ্গের এক নাগরিক বলেন,  ত্রিপুরায় এই প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে সমাজের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তাঁরা কয়েকজন মিলে নিজের জমানো টাকা থেকে মহিলা এবং শিশুদের জন্য৷ বিভিন্ন খাদ্য সামগ্রী ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিয়েছেন।