BRAKING NEWS

কল্যাণপুরে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে দপ্তরের পর্যালোচনা বৈঠক

কল্যাণপুর, ২৪ আগস্ট: সাম্প্রতিক বর্ষণ এবং বন্যা জনিত পরিস্থিতির কারণে কল্যানপুর কৃষি মহকুমার অন্তর্গত বিস্তীর্ণ এলাকা দারুন ভাবে প্রভাবিত হয়েছে এবং একটা বিরাট সংখ্যক কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই বিষয়কে মাথায় রেখে ইতিমধ্যে কল্যাণপুর কৃষি তত্ত্বাবধায়কের অন্তর্গত সবকটি এলাকাতেই দপ্তরের তরফ থেকে ক্ষতির প্রাথমিক অনুমান পর্ব নিরূপণ করা সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে সার্বিক রিপোর্ট পাঠানোর প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি অতি দ্রুততার সাথে কিভাবে আবার সংশ্লিষ্ট এলাকার কৃষিকে পুনরুজ্জীবিত করা যায় সেই লক্ষে দপ্তর কাজ করে চলেছে। আজ কল্যাণপুর কৃষি তত্ত্বাবধায়কের কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের স্থানীয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। কৃষি তত্ত্বাবধায়ক রূপক রায়ের পৌরহীত্যে অনুষ্ঠিত এই বৈঠকে কল্যাণপুর কৃষি মহকুমার অন্তর্গত প্রত্যেকটা কৃষি সেক্টরের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত থেকে নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। 

এই বৈঠক এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে রূপক রায় দাবি করেন প্রথম থেকেই দপ্তরের কর্মীরা ময়দানে রয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে রূপক বাবুর বক্তব্য হচ্ছে গোটা কল্যাণপুর কৃষি মহকুমাতে ২৯৫০ জন ধান চাষী (১৭২৬ হেক্টর জমি) এবং ২০৫০ জন সবজি চাষী (৪৭৫ হেক্টর) ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি শ্রী রায় দাবি করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আগামী দিনে যেই নির্দেশ আসবে, সেই নির্দেশ মোতাবেক ক্ষতিগ্রস্ত কৃষক থেকে শুরু করে এলাকার কৃষিকে পুনরুজ্জীবিত করার জন্য দপ্তরের সকল স্তরের কর্মীরা ময়দানে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *