কলকাতা, ২৩ আগস্ট ।। সুপ্রিম কোর্টের আবেদনের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ ছাড়া সারা দেশের হাসপাতালের চিকিৎসকরা কর্ম বিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার পশ্চিমবঙ্গের হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকরা কাজে ফিরবেন বলে জল্পনা ছিল। কিন্তু তার ব্যতিক্রমী চিত্রই ফুটে উটেছে। কর্মবিরতি চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।
সুপ্রিম কোর্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মামলার শুনানির পর সারা দেশে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছিল। পশ্চিমবঙ্গে এখনও ধর্মঘট চলছে। সব আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে কর্ম বিরতিতে থাকা চিকিৎসকরা এ ঘোষণা দেন। শুক্রবার সিবিআই অফিসে গিয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে তথ্য পাওয়ার পর কর্মবিরতির পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা। বর্বরতার শিকার ওই চিকিৎসকের বিচারের দাবিতে গত ৯ আগস্ট সারাদেশে স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক ও কর্মচারীদের নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু হয়।
কলকাতায় আন্দোলনরত চিকিৎসকদের অনেক দাবি মেনে নেওয়া হয়েছে। বুধবার রাতে আরজি কর হাসপাতালের শীর্ষ কর্মকর্তাদের অপসারণের দাবি জানানো হয়। স্বাস্থ্য ভবনের অধ্যক্ষ, পালমোনারি মেডিসিন বিভাগের প্রধান, সুপারিনটেনডেন্ট এবং সহকারী সুপারকে অপসারণ করা হয়েছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, বিচারের দাবিতে তারা রাজপথে নেমেছেন এবং দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না।

