আগরতলা, ২৩ আগস্ট: নিগমের জল নিকাশি ব্যবস্থা খুবই উন্নত। যা অতীতে কখনও ছিল না। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন তিনি বলেন, গত দুদিন হাওড়া নদীর জল স্তর বিপদ সীমার উপর থাকার কারনে আগরতলা শহর জলমগ্ন হয়ে পরে। পরিস্থিতি বর্তমানে অনেকটা স্বাভাবিক। রাস্তাঘাট থেকে জল নেমে গেছে। বন্যা পরিস্থিতিতে পুর নিগমের কর্মীরা দিনরাত কাজ করে গিয়েছে। নিগমের জল নিকাশি ব্যবস্থা খুবই উন্নত। যা বিগত দিনে কখনও ছিল না।
এদিন তিনি আরও বলেন, পুর নিগমের ৪টি জোনে মোট ৩৫টি অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে। আশ্রিতদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে।

