কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): ভ্রমণপিপাসু বাঙালিদের জন্য পূর্বরেল ঘোষণা করল পুরী বিশেষ ট্রেন। কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়বে।
মহালয়ার পরদিন অর্থাৎ ৩ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রাত ১১:৫০ মিনিটে কলকাতা স্টেশন থেকে পুরীর উদ্দেশে রওনা দেবে এই ট্রেন। আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক স্টেশনে দাঁড়াবে। ট্রেনগুলির ফেরার রুটও তাই। শুক্রবার দুপুর তিনটেয় পুরী জংশন থেকে ওই ট্রেন ছাড়বে। কলকাতা স্টেশনে এসে পৌঁছবে পরের দিন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘যাঁরা এখনও রিজার্ভেশন পাননি। ভাবছেন পুরী যাবেন কিন্তু টিকিট পাচ্ছেন না। তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনে যাত্রীরা এসি, স্লিপার-সহ জেনারেল ক্লাসের সুবিধা পাবেন। ‘০৩১০১ কলকাতা-পুরী স্পেশ্যাল’ এই ট্রেনের টিকিট অনলাইন এবং পিআরএস পদ্ধতিতে কাটতে পারবেন যাত্রীরা।