কিভ, ২৩ আগস্ট (হি.স.): ইউক্রেনের রাজধানী কিভ পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কিভ পৌঁছনোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী মোদী নিজেই এক্স মাধ্যমে জানিয়েছেন, “কিভ পৌঁছেছি। প্রবাসী ভারতীয়রা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।”ইউক্রেনে তাঁর একদিনের সফরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভ সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে পৌঁছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর এটিই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর ইউক্রেনে সফর।
2024-08-23

