কুমারঘাটে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি,মাথায় হাত কৃষকদের

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৩ আগস্ট: কুমারঘাটে ভয়াবহ বন্যায়  সাধারণ মানুষের পাশাপাশি  ক্ষতিগ্রস্ত কৃষক। বর্তমানে সরকারি সহায়তার দাবি তুলেছেন ক্ষতিগ্রস্তরা। ভয়াবহ বন্যায় দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়েছে কুমারঘাটে।  ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক। কয়েকদিনের ভারী বর্ষণ ঊনকোটি জেলার ফটিকরায়ের বিভিন্ন এলাকায় বন্যার জলের তলায় চলে যায় সব্জি থেকে ধান ক্ষেত । মাথায় হাত পড়ে কৃষকদের।

প্রকৃতির হঠাৎ এই  রুদ্ররূপে বর্তমানে  শুধু দুর্গতদের আর্তনাদ। কুমারঘাট বিধানসভা এলাকার ইন্দিরা কলোনি, কৃষ্ণনগর, আসামবস্তি, রাতাছড়া সহ একাধিক অঞ্চলের মানুষ কৃষিকাজের উপরই নির্বাহ করেন তাদের জীবন জিবিকা। কিন্তু চলতি বন্যায় একেবারে মাথায় হাত পড়েছে সেইসব কৃষক পরিবারের।

বর্তমানে এলাকায় বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বহু অঞ্চলেই কৃষকদের ফসল এখনো রয়েগেছে জলের নিচে।  রাতাছড়া লামারগাও এলাকার কৃষক পিঙ্কু দাস জানিয়েছেন, এলাকার অধিকাংশ পরিবারই  কৃষির উপর নির্ভর। চলতি বন্যা সর্বনাশ করে দিয়েছে তাদের ফলানো বিভিন্ন ফসলে। তাই আগামীদিনে পরিবার নিয়ে খেয়ে বেঁচে থাকার বিষয় নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।   তাই অবিলম্বে সরকার সাহায্যের আবেদন জানিয়েছে এলাকার সাধারন কৃষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *