আগরতলা, ২৩ আগস্ট: আজ সকালে হেলিকপ্টারে করে দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।
সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, হেলিকপ্টারে করে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করতে গোমতি এবং দক্ষিণ ত্রিপুরা জেলা যাচ্ছেন তিনি। ক্ষতিগ্রস্তদের সব ধরণের সাহায্য প্রদানে রাজ্য সরকার প্রতিশ্রুতিবন্ধ।

