কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): আর জি করের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে সিবিআই হেফাজত শেষে শুক্রবার পেশ করা হয় শিয়ালদহ আদালতে। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, সিবিআই ফের তাকে নিজেদের হেফাজতে বা জেল হেফাজতে নেওয়ার আবেদন করেছিল।সেই প্রেক্ষিতে শিয়ালদহ আদালতের পক্ষ থেকে সঞ্জয় রায়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, মৃত চিকিত্সক-পড়ুয়ার ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, তাঁর মাথা, মুখ, ঠোঁট, চোখ, ঘাড়, হাত, যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে। অর্থাৎ পাশবিক অত্যাচার চালানো হয়েছিল তাঁর ওপর। শারীরিক এবং যৌন নির্যাতন করেছিল সঞ্জয় তা স্পষ্ট। ঘনিষ্ঠ মহলে সিবিআই এও দাবি করেছে, ঘটনার বিবরণ দিতে গিয়ে কোনও রকম অনুশোচনা দেখা যায়নি সঞ্জয়ের চোখে-মুখে। অনায়াসে সে সব কিছু ব্যাখ্যা করেছে।