আর জি কর–কাণ্ডঃ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মোমবাতি প্রজ্বলন কর্মসূচি

কলকাতা, ২২ আগস্ট (হি. স.): আর জি কর হাসপাতালে বর্বরোচিতভাবে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ডে প্রকৃত দোষীকে চিহ্নিত করা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঐক্যবদ্ধ হলেন সাংবাদিকরা। কলকাতা প্রেস ক্লাবে বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা একত্র হয়ে মোমবাতি জ্বালিয়ে  সুবিচারের দাবিতে সোচ্চার হন।

উল্লেখ্য, সংবাদমাধ্যমের কর্মীরা বরাবরই সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করে থাকেন। এই উপমহাদেশের প্রাচীন সাংবাদিক সংগঠন কলকাতা প্রেস ক্লাবের তরফে বৃহস্পতিবার সাংবাদিকরা জমায়েত করে মোমবাতি জ্বালিয়ে আর জি কর কাণ্ডে সুবিচারের দাবিতে সোচ্চার হন।