মুম্বই, ২২ আগস্ট (হি.স.): সামনের বছর জুন মাসে ইংল্যান্ডের মাটিতে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের। বিসিসিআইয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার ঘোষণা করা হল ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যাচের সূচি।
সিরিজের প্রথম টেস্ট হবে হেডিংলিতে। খেলা হবে ২০ জুন থেকে ২৪ জুন লিডস ক্রিকেট গ্রাউন্ডে।
দ্বিতীয় টেস্ট ২ জুলাই থেকে ৬ জুলাই এজবাস্টনে।
তৃতীয় টেস্ট ১০ জুলাই থেকে ১৪ জুলাই লর্ডসে।
চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ২৩ জুলাই থেকে ২৭ জুলাই।
পঞ্চম টেস্ট হবে ওভালে। ৩১ জুলাই থেকে ৪ আগস্ট।

