(Update) রাজ্যে বন্যা পরিস্থিতি, স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা মুখ্যমন্ত্রীর, জলবন্দি নাগরিকদের উদ্ধারের জন্য নামানো হচ্ছে হেলিকপ্টার, সব ধরনের সহায়তার আশ্বাস কেন্দ্রের

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরার বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আজকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আজ সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাথে তিনি যোগ করেন,স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন কবলিত এলাকা থেকে জলবন্দি নাগরিকদের উদ্ধারের
জন্য অসম এবং অরুণাচল প্রদেশ থেকে এনডিআরএফ- এর ১১ টি দল পাঠানো হচ্ছে। পাশাপাশি, উদ্ধার কাজের জন্য নৌকা এবং হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে।

আজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন,
রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা হয়। তিনি জানিয়েছেন, আসাম ও অরুণাচল প্রদেশ থেকে এনডিআরএফ-এর ১১ টি দলকে রাজ্যে পাঠানো হচ্ছে। বন্যা কবলিত এলাকা থেকে জলবন্দি নাগরিকদের উদ্ধারের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে।

আরও জানিয়েছেন, অধিক সংখ্যক নৌকা সহ এনডিআরএফ-এর টিম পাঠানো হচ্ছে। রাজ্যের জনগণকে দ্রুত সহায়তা প্রদানের জন্য তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন।

পাশাপাশি তিনি অভূতপূর্ব এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার কাজে সমগ্র প্রশাসন নিরবচ্ছিন্নভাবে দিনরাত কাজ করে চলছে। এই দুর্যোগের সময় জনপ্রতিনিধি, সমাজকর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিকগণ যেভাবে রাজ্য সরকারের পাশে রয়েছেন তার জন্য তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রী সামাজিক মাধ্যমে বলেন, ত্রিপুরার বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা সাথে কথা বলেছেন। তিনি আরও বলেন, কেন্দ্র স্থানীয় সরকারকে ত্রাণ ও উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য নৌকা এবং হেলিকপ্টার ছাড়াও এনডিআরএফ-এর দলগুলিকে ত্রিপুায় পাঠাচ্ছে। প্রয়োজনে কেন্দ্র থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হবে। এই সঙ্কটের সময়ে মোদী সরকার ত্রিপুরার বোন ও ভাইদের পাশে দাঁড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *