বেলতলা পার্কের প্রদর্শনী অবহেলিত, রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষোভ নাগরিকদের

বালুরঘাট, ২২ আগস্ট (হি.স.): বালুরঘাট শহরের বেলতলা পার্কের সামনে পূর্ত দফতরের উদ্যোগে গড়া প্রদর্শনী এখন  সম্পূর্ণভাবে অবহেলিত অবস্থায় রয়েছে। একসময় যে প্রদর্শনী ধূমধামের সঙ্গে তৈরি হয়েছিল, তা এখন জঙ্গলে ঢেকে গিয়েছে এবং প্রদর্শিত যন্ত্রগুলির তথ্য বোর্ডও মুছে গিয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে প্রকল্পটি এখন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বলে অভিযোগ স্থানীয় নাগরিকদের।

দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট, যা সংস্কৃতির শহর হিসেবে পরিচিত। ২০১৩ সালে বামেদের হটিয়ে তৃণমূল কংগ্রেস বালুরঘাট পুরসভায় ক্ষমতায় আসে এবং শহরকে সাজিয়ে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ নেয়। এই কাজের অংশ হিসেবে, ২০১৫ সালে তৎকালীন পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তীর উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় মনীষীদের পাথরের মূর্তি স্থাপন করা হয়। পাশাপাশি, পূর্ত দফতরের পুরনো সামগ্রী ও যন্ত্রপাতি প্রদর্শনের মাধ্যমে শহরের ঐতিহ্যকে তুলে ধরতে বেলতলা পার্কের সামনে একটি প্রদর্শনী তৈরি করা হয়।

এই প্রদর্শনীতে ব্রিটিশ আমলে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, যেমন রোলার, মিক্সচার, পিচ গরম করার যন্ত্র, গাড়ি টানার শেকল ইত্যাদি রাখা হয়েছিল। প্রত্যেকটি যন্ত্রের সাথে এর বিস্তারিত তথ্য বোর্ডে তুলে ধরা হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই প্রদর্শনীটির রক্ষণাবেক্ষণ না হওয়ায় এখন তা জঙ্গলে পরিণত হয়েছে। যন্ত্রগুলির তথ্য বোর্ডও বিলুপ্ত হয়ে গিয়েছে।

স্থানীয় নাগরিকদের অভিযোগ, বালুরঘাট পুরসভার নতুন বোর্ড এই প্রদর্শনীর রক্ষণাবেক্ষণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা জানান, পুরসভা ও পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই প্রকল্পটি একসময় অত্যন্ত প্রশংসিত হয়েছিল, কিন্তু এখন এটি অবহেলার শিকার। শহরের সংস্কৃতি এবং ঐতিহ্যকে সংরক্ষণ করার যে মূল উদ্দেশ্য ছিল, তা আজ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। স্থানীয়রা নতুন পুরবোর্ডের কাছ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন, যাতে এই ঐতিহ্যবাহী প্রদর্শনী পুনরায় জীবন্ত হয়ে ওঠে।