বন্যার জেরে বিপর্যস্ত ছামনুবাসী

নিজস্ব প্রতিনিধি, ছামনু, ২২ আগস্ট: একদিকে বিদ্যুৎ, একদিকে পানীয় জল এবং মোবাইল ফোনের নেটওয়ার্ক সমস্যায় জর্জরিত ছামনুবাসী। বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহ দিতে পারছেন না।

নদীর জল ঘোলা কোথা থেকে মানুষ জল পান করবেন, অনেকেই বৃষ্টির জল ব্যবহার করছেন। বিদ্যুৎ, জল সরবরাহ এর জল কখন পাবেন তার কোন ঠিক নেই। অপরদিকে নেটওয়ার্ক সমস্যার কারনে ব্যাংকের লেনদেন করতে পারছেন না বলে গ্রাহকদের অভিযোগ।

বিএসএনএল, জিও, এয়ারটেল সবটিতেই নেটওয়ার্ক সমস্য রয়েছে। পাশাপাশি রাস্তাঘাটের ও বেহাল অবস্হা। এই বৃষ্টিতেই অনেক মানুষ সর্বস্বান্ত হয়ে পড়েছে। কখন যে সুর্যের আলো দেখা যাবে বলা মুশকিল সংবাদ লেখা অবধি আকাশের মুখ ভারি করে রেখেছে, রাত্রী বেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *