মাঙ্কিপক্স নিয়ে সতর্ক তামিলনাড়ু, সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিংয়ের ব্যবস্থা

চেন্নাই, ২১ আগস্ট (হি.স.): মাঙ্কিপক্স নিয়ে ইতিমধ্যেই গোটা বিশ্বে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। চিন্তা বাড়ছে ভারতেও। এমতাবস্থায় বুধবার তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান বলেছেন, মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা অবস্থানে রয়েছে রাজ্য সরকার।বুধবার তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান বলেছেন, সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের স্ক্রিনিং করা হবে। চেন্নাইয়ের রাজীব গান্ধী গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে ১০ বেডের বিশেষ ওয়ার্ড তৈরি রাখা হয়েছে।উল্লেখ্য, চলতি বছরের মে মাস থেকেই বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্সের সংক্রমণ। হু-র পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে শুধু আফ্রিকাতেই ১৪ হাজারেও বেশি আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত এই রোগে মৃত্যু হয়েছে ৫২৪ জনের। মাঙ্কি পক্স ঘিরে উদ্বেগ বাড়ছে ভারতেও। কেরলেও জারি হয়েছে বাড়তি সতর্কতা।