ফের মমতার পদত্যাগ চাইলেন সুকান্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি তীব্র আক্রমণ

কলকাতা, ২১ আগস্ট (হি.স.): আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবি জানালেন তিনি। বুধবার শ্যামবাজার মেট্রোর ১ নম্বর গেটে পশ্চিমবঙ্গ বিজেপির ধর্না-অবস্থান কর্মসূচি থেকে সুকান্ত মজুমদার বলেছেন, “সুপ্রিম কোর্টের গতকালের রায় এটাই দেখিয়ে দিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আদালতের আস্থা নেই এবং পুলিশ কমিশনারকে অবিলম্বে অপসারণ করা উচিত।”সুকান্ত মজুমদার আরও বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এতে দেখা যাচ্ছে, প্রশাসনের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও নিয়ন্ত্রণ নেই, তাই আমাদের দাবি তাঁর পদত্যাগ করা উচিত। আমরা আন্দোলন চালিয়ে যাব।”