আগরতলা, ২১ আগস্ট: ভারী বৃষ্টি এবং বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে
আজ এবং আগামীকাল রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি এবং টিটিএএডিসি-র অধীনস্থ স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে রাজ্য সরকার। পাশাপাশি আজ রাজ্যের সমস্ত কলেজ গুলিও বন্ধ থাকবে বলে সামাজিক মাধ্যমে এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ত্রিপুরায় টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ের গভীর সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। টানা বর্ষণের জেরে নদীগুলি ফুঁসছে। তাই বর্তমান পরিস্থিতির কথা ভেবে আজ এবং আগামীকাল রাজ্যের সমস্ত স্কুল বন্ধের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। মূলত বিরাজমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি আজকে রাজ্যের সমস্ত কলেজ গুলিও বন্ধ থাকবে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি। এদিন তিনি ছাত্রছাত্রী, শিক্ষক ও সমস্ত কর্মচারীদের এই নির্দেশ পালন করার জন্য আবেদন জানিয়েছেন।