আগরতলা, ২১ আগস্ট: প্রবল বর্ষণ আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমস্ত রাজ্যবাসীকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
পাশাপাশি বিদ্যুৎ পরিষেবার সঙ্গে যুক্ত ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের সমস্ত স্তরের প্রকৌশলী, কর্মী এবং আধিকারিকদেরও সতর্ক থেকে পরিষেবা প্রদানের অনুরোধ জানিয়েছেন তিনি।
আজ সামাজিক মাধ্যমে তিনি বলেন, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বহু জায়গায় ট্রান্সফর্মার জলের তলায় চলে গিয়েছে। হাই টেনশন লাইনের টাওয়ার, বৈদ্যুতিক খুঁটি নড়বড়ে হয়ে গিয়েছে। কোথাও তার ছিড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজনে পরিষেবা বন্ধ রেখে জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিদ্যুৎ নিগমের সমস্ত হেলপার, লাইনম্যান, অপারেটর, বিভিন্ন এজেন্সির কর্তৃপক্ষ, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার থেকে শুরু করে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রত্যেককেই সতর্কতা অবলম্বন করারও অনুরোধ জানিয়েছেন তিনি।