পাটনা, ২১ আগস্ট (হি.স.): তফসিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিলের প্রতিবাদে পথে নেমেছেন দলিত, আদিবাসীরা। বুধবার ভারত বনধের ডাক দিয়েছে ‘ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত অ্যান্ড আদিবাসী সংস্থা (এনএসিডিএওআর)। এই ভারত বনধকে ঘিরে বুধবার উত্তাল হয়ে উঠল পাটনা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পাটনার রাস্তায় এদিন সকাল থেকেই চলছিল ভারত বনধ। রাস্তা অবরোধ করা হয়। ক্রমেই শান্তিপূর্ণ কর্মসূচি অশান্ত হয়ে ওঠে। পাটনার ডেপুটি পুলিশ সুপার অশোক কুমার সিং বলেছেন, “শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ছিল, তাঁদের হাতে আইন-শৃঙ্খলা ছিল, সাধারণ মানুষ যাতায়াত করতে পারেনি এবং আমরা তাঁদের (আন্দোলনকারীদের) বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তাঁরা বুঝতে চায়নি। তাঁদের হটাতে আমাদের মৃদু শক্তি প্রয়োগ করতে হয়েছিল।”
2024-08-21