নীতীশ কুমার ক্লান্ত, বিহারকে ঠিকভাবে চালাতে পারছেন না তিনি : তেজস্বী যাদব

পাটনা, ২১ আগস্ট (হি.স.): হাজীপুর ওয়ার্ড কাউন্সিলর পঙ্কজ রায়কে হত্যার ঘটনায় বিহার সরকারের তীব্র সমালোচনা করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করে তিনি বলেছেন, নীতীশ কুমার ক্লান্ত, বিহারকে ঠিকভাবে চালাতে পারছেন না তিনি। তেজস্বী যাদব আরও বলেছেন, “একজন জনপ্রতিনিধিকে খুন করা হয়েছে। বিহারে অপরাধ নতুন উচ্চতায় পৌঁছেছে। নীতীশ কুমারের হাত থেকে সবকিছু বেরিয়ে যাচ্ছে, তিনি ঠিকমতো বিহার চালাতে পারছেন না।”তেজস্বী যাদব আরও বলেছেন, “স্বরাষ্ট্র মন্ত্রক তাঁর হাতে আছে এবং সে ব্যর্থ হয়েছে। তিনি ক্লান্ত। আমরা অপরাধের বুলেটিন প্রকাশ করছি। মানুষ আতঙ্কিত, ঘর থেকে বের হচ্ছে না, ঘরে ঘরে খুন হচ্ছে। পাটনায় বোমা বিস্ফোরিত হচ্ছে…নীতীশ কুমারকে অসহায় দেখাচ্ছে…এটা ডাবল ইঞ্জিন সরকার, কিন্তু অপরাধ বাড়ছে। আমি হাজীপুরে যাচ্ছি।”