ত্রিপুরায় বন্যা পরিস্থিতি, জনগনকে আতঙ্কিত না হওয়ার আবেদন সাংসদ বিপ্লব কুমার দেবের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্যে প্রবল বর্ষণ এবং পরবর্তী বন্যা পরিস্থিতিতে জনগনকে আতঙ্কিত না হতে আবেদন জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তাছাড়া, রাজ্য সরকার, জেলা/মহকুমা প্রশাসন সহ সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের সাথে তিনি যোগাযোগে করছেন। আজ সামাজিক মাধ্যমে এমনটাই বার্তা দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

আজ সামাজিক মাধ্যমে তিনি বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা জির নেতৃত্বে রাজ্য সরকার দ্বারা গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপের ফলে রাজ্যের প্রতিটি দুর্গত এলাকায় সময়ের মধ্যেই দ্রুত দুর্যোগ মোকাবিলা সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে l সমস্ত মন্ত্রীগন, সংশ্লিষ্ট আধিকারীক ও জন প্রতিনিধিগনও এলাকা ভিত্তিক পরিস্থিতি অনুসারে যথার্থ ব্যবস্থা গ্রহণে নিয়ত পর্যবেক্ষণ করছেন l কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগও রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রেখে চলেছে l

তিনি আরও বলেন,, রাজ্য সরকার, জেলা/মহকুমা প্রশাসন সহ সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের সাথে আমিও যোগাযোগে রয়েছি l ইতিমধ্যেই প্রতিটি প্লাবিত এলাকায় দুর্যোগ মোকাবিলা টিম মানুষদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করার পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় প্রাথমিক অবস্থা থেকেই কাজ করে চলেছেন l স্থানীয় জনগণও প্রশাসনের সাথে মানুষের সাহায্যে সমান্তরাল ভাবে কাজ করছেন l

সমস্ত ত্রিপুরাবাসীর নিকট আমার আবেদন থাকবে, এই সময়ে অযথা আতঙ্কিত না হয়ে, রাজ্য সরকার প্রদত্ত নির্দেশিকা, হেল্প লাইন নম্বর এবং যেকোনো বিপত্তির আশঙ্কায় স্থানীয় জেলা ও মহকুমা প্রশাসনের সহায়তা নিন l

তাঁর কথায়, ত্রিপুরা সরকার সমস্ত রকম প্রতিকূল অবস্থার মোকাবিলার জন্য সর্বোতভাবে প্রস্তুত রয়েছে l আমার পূর্ণ বিশ্বাস, স্থানীয় প্রশাসন, দুর্যোগ মোকাবিলা টিম সহ সকল অংশের মানুষের সার্বিক সহায়তায় আমরা এই অনাকাঙ্ক্ষিত কঠিন পরিস্থিতি, খুব দ্রুত কাটিয়ে উঠতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *