বীরভূম, ২১ আগস্ট (হি. স.) : প্রায় ছ’দিন নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার বুড়াবাঁধ এলাকায়। প্রায় ছ’দিন নিখোঁজ থাকার পর বুধবার তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক ঘোষ (২০)। পরিবারের দাবি, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এদিন সকালে বুড়াবাঁধ এলাকায় একটি জঙ্গলে গাছের সঙ্গে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশেই তাঁর বাইক ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভূতুড়া গ্রাম পঞ্চায়েতের খয়ড়াকুড়ি গ্রামের বাসিন্দা অশোক ঘোষ। গত ১৫ আগস্ট সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ সেই যুবক। এদিন সকালে জঙ্গলে মৃতদেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক গাড়িতে খালাসির কাজ করতেন। যদিও মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা।
2024-08-21